কাতার পৌঁছে কোয়ারেন্টিনে জেমি ডে

লাস্টনিউজবিডি, ২ ডিসেম্বর: করোনা নেগেটিভ হয়ে আজ (বুধবার) কাতারে গেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। সেখানে পৌঁছে আবার করোনা পরীক্ষা করতে হয়েছে। আপাতত তিনি হোটেলে নিজের রুমেই থাকছেন। সেখানে পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলেই ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচের ডাগ আউটে দাঁড়ানোর সম্ভাবনা জোরালো হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চেষ্টা করে যাচ্ছে তার কোয়ারেন্টিনের সময় কমিয়ে আনার, যেন ২৪ ঘণ্টা হোটেল রুমে কাটিয়েই মাঠে যেতে পারেন ডে।
ইংলিশ কোচ দোহায় পৌঁছে বলেছেন, ‘দোহাতে পৌঁছেছি। আশা করছি, কোয়ারেন্টিন পর্বের পর মাঠে যেতে পারবো। ম্যাচের দিন ডাগ আউটে দাঁড়িয়ে দিক-নির্দেশনা দেওয়ার সুযোগ হবে।’
এদিকে শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ধারণক্ষমতার মাত্র ২০ ভাগ টিকিট ছাড়া হবে। সেই সংখ্যা হলো ১ হাজার ৮০০। করোনার কারণে ঝুঁকি নিতে চাইছে না স্বাগতিকরা।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed