বঙ্গবন্ধুর ভাস্কর্য উচ্ছেদের হুমকি প্রদানকারীদের বিচারের দাবি

এস,এম,আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি: বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উচ্ছেদের হুমকি প্রদানকারী মামুনুল হক গংদের প্রতিরোধ ও বিচারের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম শহিদ মিনার চত্বরে এ মানববন্ধন এর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম।
এ সময় বক্তব্য রাখেন জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, উদীচীর সভাপতি নেজামুল হক বিলু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সাম্প্রতিক কুড়িগ্রাম এর সভাপতি শাহানুর রহমান, প্রচ্ছদ কুড়িগ্রামের সহ-সভাপতি ইমতে আহসান শিলু, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর সাধারণ সম্পাদক সাতকড়ি রায় নিলু, সাবেক ছাত্র নেতা মনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা মুজিববর্ষে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তির ধৃষ্টতার প্রতিবাদ জানিয়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানানো হয়।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed