চালু হচ্ছে একতা এক্সপ্রেসের নতুন স্টপেজ

লাস্টনিউজবিডি, ২ ডিসেম্বর: ঢাকা থেকে পঞ্চগড় রুটে চলাচলকারী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেন আগামী ১৬ ডিসেম্বর থেকে উল্লাপাড়া রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে যাত্রী নিবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ বুধবার চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পশ্চিম) কার্যালয় বাংলাদেশ রেলওয়ে রাজশাহী এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের নতুন উল্লাপাড়া স্টেশনে যাত্রাবিরতি কার্যকর হবে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা পাঠানো হয়েছে।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed