গাজীপুরে মাকে কুপিয়ে হত্যা!

লাস্টনিউজবিডি, ২ ডিসেম্বর: গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাব পশ্চিমপাড়া এলাকায় রেহেনা খাতুন (৪৫) নামে এক নারীকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে তার ছেলে ইয়াসিন আরাফাতকে (১৮)। এলাকাবাসী সেই ছেলেকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। রেহেনা খাতুন সোনাব পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাব পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী গণমাধ্যমকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে ধান শুকানোর কাজ করছিল রেহেনা খাতুন। একপর্যায়ে ইয়াসিন আরাফাত তার মাকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
আটক ইয়াসিন মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই শুকুর আলী।
এ সময় এলাকাবাসী ইয়াসিনকে আটক করেন এবং রেহেনা খাতুনকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসময় ইয়াসিনকে পুলিশের হাতে সোপর্দ করেন এলাকাবাসী।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed