২২ গজ মাঠে ফিরতে ‘১০ কেজি ওজন’ কমালেন মাশরাফি

লাস্টনিউজবিডি, ২ ডিসেম্বর: চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলতে পারছেন না। বহুদিন বিশ্রামে থাকায় শরীরে মেদও বেড়েছে। বে ২২ গজের খেলায় ফিরতে মরিয়া তিনি। যদিও করোনা থেকে সুস্থ হওয়ার পর ফিটনেস ঠিকঠাক নেই মাশরাফির। আর এজন্যই ১০ কেজি ওজন কমিয়েছেন মাশরাফি।
এ বিষয়ে গণমাধ্যমকে তুষার কান্তি বলেছেন, ‘মাশরাফি ১০ কেজির মতো ওজন কমিয়েছে। আরও কমাবে। যেভাবে ও অনুশীলন করছে দ্রুতই ফিট হয়ে মাঠে ফিরতে পারবে বলে আশা করছি। তার সমস্যা এখন শুধু ফিটনেসেই। দ্রুতই রিকভারি করতে পারবে ও। কারণ ও মাশরাফি।’
শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি কাপের শেষদিকে খেলতে পারেন মাশরাফি। চোট থেকে সুস্থ হয়ে ফের অনুশীলন শুরু করেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে মাশরাফিকে অনুশীলন করতে দেখা গেছে।
দুপুর ১২.১০ মিনিটে অ্যাকাডেমি মাঠে প্রবেশ করে কিছুক্ষণ দৌড়ান তিনি। এরপর বোলিংও করেন। টানা ৪ ওভার বোলিং করে যান। এসময় মাশরাফিকে বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার প্রয়োজনীয় নির্দেশনা দেন।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed