আবারও নির্বাচনে লড়তে চান ট্রাম্প

লাস্টনিউজবিডি, ২ ডিসেম্বর: চলতি বছরের ৩ নভেম্বর হয়ে গেলো বিশ্বের সবচেয়ে সেরা ক্ষমতাধর নির্বাচন। আর এই নির্বাচনে প্রচুর ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ফল মেনে না নিয়ে নানা নাটকীয়তার জন্ম দেন তিনি। তবে আনুষ্ঠানিক পরাজয় স্বীকার না করলেও ২০২৪ সালে অনুষ্টিতব্য আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান তিনি।
আবার নির্বাচন করার এই সিদ্ধান্তের কথা বেশ কিছুদিন ধরেই অনেক গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশ করে আসছিল।
ফক্স নিউজের প্রতিবেদন মতে, আগামী ২০ জানুয়ারি বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে এমনকি বাইডেনের অভিষেক চলাকালীন সময়েও ট্রাম আবার নির্বাচন করা ঘোষণা দিতে পারেন।
ফক্স নিউজের প্রধান হোয়াইট হাউজ সংবাদদাতা জন রবার্টস ‘দ্য ডেইলি বিস্ট’ এর একটি প্রতিবেদনে নিশ্চিত করে বলেন, রুদ্ধদ্বার বৈঠকে গোপনে ট্রাম্প তার সহযোগীদের বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed