ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক দেব দুলাল মিত্রের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই

লাস্টনিউজবিডি, ১ ডিসেম্বর: রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক দেব দুলাল মিত্রের গলায় ছুরি ধরে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
সাংবাদিক দুলাল জানান, রাতে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ পার হওয়ার পর বিপরীত দিক থেকে রিকশায় আসা দুই ছিনতাইকারী তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই এক যুবক তার গলায় ছুরি ধরে, আর অন্যজন পকেট থেকে মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে রিকশাসহ ছিনতাইকারীরা সটকে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সিসি ক্যামেরা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed