স্বামী না থাকায় প্রেমিকার সঙ্গে কাটালেন রাত!

লাস্টনিউজবিডি, ১ ডিসেম্বর: পরকীয়া প্রেমের টানেই নওগাাঁর মান্দায় এসেছেন প্রেমিক বকুল হোসেন (৩২) নামে এক যুবক। স্বামী বাড়িতে না থাকায় প্রেমিকার সাথে রাত কাটাতে গিয়ে হাতে-নাতে ধরা খেলেন প্রতিবেশির হাতে। অতঃপর প্রেমিকের নামে হল ধর্ষণ মামলা। যেতে হয়েছে জেল হাজতে।
সোমবার রাতে উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে আটক বকুলের বিরুদ্ধে মান্দা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে মঙ্গলবার জেলহাজতে পাঠানোসহ নওগাঁ সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়রা জানান, মোবাইলের সূত্র ধরে ওই গ্রামের এক নারীর সঙ্গে বকুল হোসেনের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে বকুল হোসেন সোমবার রাতে ওই নারীর বাড়িতে আসেন। এ সময় ওই নারীর স্বামী বাড়িতে ছিলেন না।
তারা দুজনে একই ঘরে রাতযাপনের সময় প্রতিবেশীরা টের পেয়ে আপত্তিরকর অবস্থায় আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত বকুল হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed