অন্তঃসত্ত্বা আনুশকা, যোগ ব্যায়াম করাচ্ছেন কোহলি

লাস্টনিউজবিডি, ১ ডিসেম্বর: ক্যাপ্টেন কোহলি সব সময় পাশে থাকেন আনুশকার। আনুশকা অন্তঃসত্ত্বা হওয়া পর যেন কোহলির উপর আরো বেড়ে গেলা গুরু দ্বায়িত্ব। এবার আনুশকাকে যোগার অনুশীলন করাতেও দেখা গেল ক্যাপ্টেন কোহলিকে।
সম্প্রতি আনুশকা শর্মা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন আনুশকা শর্মা। যেখানে যোগ ব্যায়াম করতে দেখা যায় অভিনেত্রীকে।
‘হ্যান্ডস ডাউন’ নামে ওই যোগা করতে যাতে অনুষ্কার অসুবিধা না হয়, সেই কারণে স্ত্রীকে সাহায্য করতে দেখা যায় বিরাটকে। অনুষ্কা যখনই ওই ছবি শেয়ার করেন, তখনই তারকা জুটির ভক্ত এবং অনুরাগীরা তাঁদের ভালোবাসায় ভরিয়ে দেন।
ওই ছবি নীচে আনুশকা জানান, তাঁর জীবনে যোগা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যান্ডস ডাউন নামে এই যোগা অন্তঃসত্ত্বা হওয়ার আগেও তিনি অনুশীলন করতেন প্রায় প্রতিদিন।
বর্তমানে নির্দিষ্ট ওই যোগা করতে বিরাট তাঁকে সাহায্য করছেন বলেও জানান অভিনেত্রী। এই আসন করতে গিয়ে আনুশকা যাতে না টলে যান, সেই কারণে সাবধানতা অবলম্বন করতেই বিরাট তাঁকে সাহায্য করছেন বলেও জানান আনুশকা।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
- বিপুল সংখ্যক পর্নোগ্রাফি ভিডিও’র হার্ডডিস্ক জব্দ
- ঝালকাঠী আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী বান্ধব কমিটি নির্বাচিত
- জাতীয় দলের গোলকিপিং কোচ হলেন বিপ্লব ভট্টাচার্য্য
- পায়রা বন্দর উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহনের টাকা নিয়ে দুর্নীতির মহোৎসব
- রাজধানীতে ৩১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৯
- ঋণের বোঝা মাথায় নিয়ে জিলবাংলা চিনিকল ধংসের দ্বারপ্রান্তে
Comments are closed