চিকিৎসার জন্য সন্ধ্যায় দুবাই যাচ্ছেন ডিপজল

লাস্টনিউজবিডি, ১ ডিসেম্বর: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, সফল প্রযোজক ও শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। বেশ কিছুদিন ধরে শারীরিক অবস্থা ভাল যাচ্ছে না তার। তাই আজ সন্ধ্যায় চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন এ অভিনেতা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি।
২০১৭ সালের হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডিপজল। সে সময় তার হার্টে রিং পরানো হয়।
এর আগে গত ১১ সেপ্টেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ডিপজল। চিকিৎসকরা তাকে বেশকিছু পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরীক্ষায় তার পেটে টিউমার ধরা পড়ে। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে ডিপজলের পেটে সার্জারি করেন।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল সিনেমা প্রযোজনা করছেন। নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি সমান জনপ্রিয়তা পেয়েছেন। প্রায় সাড়ে তিনশ’র বেশি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। মুক্তির অপেক্ষায় আছে ডিপজল অভিনীত ‘সৌভাগ্য’ ও ‘এ দেশ তোমার আমার’। খুব শীঘ্র্রই ছবিগুলো মুক্তি পাবে বলে জানান তিনি। ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। এরপর তার ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’ ইত্যাদি ছবিগুলো তুমুল ব্যবসা সফল হয়।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed