উচ্চ শব্দে গান শোনায় যুবককে গুলি করে হত্যা!

লাস্টনিউজবিডি, ১ ডিসেম্বর: উচ্চ শব্দে গান শোনার অপরাধে আমেরিকার অরেগন রাজ্যে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর সিএনএন ও ওয়াশিংটন পোস্টের।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় উৎসব থ্যাঙ্কসগিভিংয়ের সপ্তাহে গত সোমবার অ্যাশল্যান্ডের স্টার্টফোর্ড ইনে এ ঘটনা ঘটে।
অ্যাশল্যান্ডের পুলিশ প্রধান তিঘে ও মিয়ারা বলেন, স্টার্টফোর্ড ইনের পার্কিং লটে এলিসন (১৯) উচ্চ শব্দে গান শুনছিল। ওই পার্কিং লটে ৪৭ বছর বয়সী রবার্ট পল কিগান নামের এক ব্যক্তি ছিলেন। উচ্চ শব্দে গান বাজানো নিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কিগান ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা বন্দুক বের করে এলিসনের বুকে একটি গুলি করেন।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed