যৌতুকের দাবিতে স্ত্রীকে ‘শ্বাসরোধে হত্যা’

লাস্টনিউজবিডি, ৩০ নভেম্বর: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী পাথালিয়া পাড়া গ্রামে যৌতুকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত সোনিয়া খাতুনএলাকার শরিফুল ইসলামের স্ত্রী এবং পুর্ব চর কৈজুরীর সৈয়দ মোল্লার মেয়ে।
ঘটনার পর থেকে স্বামী ও বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
গতকাল রোববার বিকেলে শরিফুল শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন। পরে আজ সোমবার ভোরে যৌতুকের বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী ও বাড়ির লোকজন সোনিয়াকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
শাহজাদপুর থানার ওসি শহিদ মাহমুদ খান জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের আটকে অভিযান চলছে।
নিহতের পরিবারের অভিযোগ, গত ৪ মাস আগে সৈয়দ মোল্লার মেয়ে সোনিয়া খাতুনের সঙ্গে পাশের পাথালিয়া পাড়ার সামাদ ব্যাপারীর ছেলে ওষুধ কোম্পানিতে কর্মরত শরিফুল ইসলামের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই নানাভাবে যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করছিলেন তিনি। এ নিয়ে মাঝে মধ্যেই স্ত্রীকে মারধর করতেন শরিফুল। এক সময় নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে যান সোনিয়া।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
- পাকিস্তানের বিমান জব্দ করল মালয়েশিয়া
- এবার করোনা শনাক্ত আইসক্রিমে
- নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ
- এ নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নিতে হবে: মির্জা কাদের
- হবিগঞ্জের দুই পৌরসভায় জয়ী বিএনপি, একটিতে জামানত হারাচ্ছে আ. লীগ প্রার্থী
- পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
Comments are closed