আমি গান গেয়েই যাবো: হিরো আলম (ভিডিও)

লাস্টনিউজবিডি, ৩০ নভেম্বর: হিরো আলম বলতেই যেন ট্রল। যে কোন কথা ই মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ে ভাইরাল দুনিয়ায়। সম্প্রতি প্রথমবারের মতো গান গেয়ে আবারো ট্রলের শিকার হয়েছেন তিনি। তবে এসব ট্রলে কর্ণপাত না করে হিরো আলম নিজের কাজ করে যাচ্ছেন। তিনি বলেছেন আমি ইতিবাচক-নেতিবাচক কোন কিছু কেয়ার করি না, আমি আমার গান গেয়েই যাবো।
হিরো আলম বলেন, ‘মিডিয়া রিলেটেড কাজ করার শুরু থেকেই আমি নেতিবাচক ট্রলের শিকার হচ্ছি। তবে মানুষের নেতিবাচক ট্রলকে সঙ্গী করেই আমি হিরো আলম। এসব নিয়ে এখন আর কিছু ভাবি না। কারণ যারা ট্রল করছে তারা কেউ আমাকে কখনো সাহায্য করে নাই। তাই তাদের কথা শুনবো কেন? নেতিবাচক ট্রলকে আমি কেয়ার করি না।’
হিরো আলম আরও বলেন, ‘আমি আরও দুইটি গান নিয়ে শিগগিরই হাজির হবো। সেগুলোর কাজ চলছে।’
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া গানটি নিয়ে হিরো আলম বলেন, ‘আমি নিজেই গানটি লিখেছি ও গেয়েছি। অনেকে শিল্পীই তো শখ করে গান গায়, তাই আমিও শখ করে গান গাইলাম। গান নিয়ে নেতিবাচক-ইতিবাচক আলোচনা যাই হোক না কেন আমি আমার গান গেয়েই যাবো।’
গান গাওয়ার বিষয়ে কোনো পূর্ব প্রস্তুতি ছিল কিনা? জানতে চাইলে হিরো আলম বলেন, ‘না, আগে থেকে কোনো প্রস্তুতি নিইনি। হুট করেই সিদ্ধান্ত নিয়েছি যে গান গাইব। এরপরেই গানটা তৈরি করে গেয়ে ফেলি।’
হিরো আলম নিজেই লিখেছেন ‘বাবু খাইছো শিরোনামের গানটি। ‘ডেটিং এ যখন তুমি আমি যাই, তুমি বলো- নানা নানা না’। এমন কথার গানটি প্রযোজনা করেছে এমওএম মিউজিক।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed