মানিকগঞ্জের শিবালয়ে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রশাসন আজ সোমবার মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু প্রধান অতিথি ছিলেন। শিবালয় ইউএনও বিএম রুহুল আমিন রিমন সভাপতিত্ব করেন।
জানা গেছে, এবার ‘কমলা রঙের বিশ্বে নারী বাঁধার পথ দিবেই পাড়ি’ এ প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধনে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এমএ কুদ্দুস বিএ, জেলা পরিষদ সদস্য নাজমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, আ’লীগ নেতা বিকাশ সাহা, ইউপি চেয়ারম্যান হাজী মো: আলাল উদ্দিন আলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, নারী-শিশু নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, নারী পাচার, যৌন হয়রানি রোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কণ্যা-জায়া, জননীসহ প্রত্যেক নারীর প্রতি সদাচরণ করার শিক্ষা পরিবার থেকে শুরু করতে হবে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
Comments are closed