রোহিঙ্গাদের জন্য শীত উপহার পাঠাল তুরস্ক

লাস্টনিউজবিডি, ৩০ নভেম্বর: এবার বাংলাদেশে আশ্রিত থাকা পাঁচ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য শীত উপহার হিসাবে কম্বল পাঠিয়েছেন তুরস্ক।
রবিবার আঙ্কারার রাষ্ট্রীয় সাহায্য সংস্থা জানিয়েছে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করা ৫ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকিএ) এর বাংলাদেশ সমন্বয়কারী ইসমাইল গুন্ডোগদু আনাদোলু এজেন্সিকে বলেন, রোহিঙ্গা মুসলিমদের শীতের উপহারের অংশ হিসেবে আমারা পাঁচ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি।
আমরা নির্যাতিত রোহিঙ্গাদের পুরো শীত মৌসুমে আমাদের সহযোগিতা অব্যাহত রাখব। বাংলাদেশে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের তীব্র আক্রমণ হবে।
এছাড়া টিআইকেএ-এর পক্ষ থেকে পাঁচ হাজার রোহিঙ্গা পরিবারকে ৫ দিন ব্যাপী খাদ্য সহযোগিতাও করেছে।
ইসমাইল গুন্ডোগদু আরও বলেছেন, ২০১৭ সালের আগস্ট মাস থেকে বড় আকারে রোহিঙ্গা সংকট শুরু হয়েছে। টিআইকেএ এসব রাষ্ট্রহীন ব্যক্তিদের সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
- ডোমার পৌরসভার রাস্তা-ঘাটগুলো এখন কুকুরের দখলে
- এবার ফেসবুকেও নিষিদ্ধ ট্রাম্প
- দুধ-গুড়ের স্বাস্থ্য উপকারিতা
- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকায় ডুবে যাওয়া জান-জাবিন নামক ফিশিং বোট এর জেলেদের উদ্ধারের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি এডাব্লিউ-১৩৯ সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম হতে সেন্টমার্টিন এর উদ্দেশে উড্ডয়ন করেছে। —- আইএসপিআর
Comments are closed