ডিবি’র অভিযানে মাদক ও চোরাই মোবাইলসহ গ্রেফতার ৮

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল’ ঈশ্বরগঞ্জ ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা’গাজা’চোরাই মোবাইলসহ আট জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাতে জেলার নান্দাইল থানা এলাকা থেকে একশো পাঁচ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী টিপু সুলতান (২৬) নয়ন ঋষি (২৪), হিমেল আহম্মেদ (২১), আঃ সাত্তার (৩৮)কে গ্রেফতার করে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী কবির হোসেন (৩২),বাদল মিয়া ওরফে বাতু (৫০) কে গ্রেফতার করে।

আজ রবিবার সকালে নগরির পাটগুদাম মোড় থেকে সাতটি চোরাই মোবাইলসেটসহ চোর চক্রের সদস্য আশিকুর রহমান (১৯), রায়হান (২২) কে গ্রেফতার করে।
রবিবার বিকেলে ময়মনসিংহ জেলা ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান এসব পৃথক পৃথক গ্রেফতার অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি’র এস আই আব্দুল জলিল’ এস আই হাবিবুর রহমান ও এস আই পরিমলচন্দ্র সরকার।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed