আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩০ সেনা নিহত

লাস্টনিউজবিডি, ২৯ নভেম্বর: আফগানিস্তানের একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে এটি একটি বড় ধরণের রক্তাক্ত হামলা।
আজ রবিবার হামলাটি রাজধানী গজনী শহরের উপকণ্ঠে হয়েছিল। দেখা গেছে ওই এলাকায় তালেবান ও সরকারি বাহিনীর প্রায়ই লড়াই হতো।
তবে এই আত্মঘাতী গাড়িবোমা হামলা কে বা কারা চালিয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। বিস্ফোরণের পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আরও পড়ুন:
ফ্রান্স সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল
গাড়িবোমা বিস্ফোরণের পর নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গোটা এলাকা ঘিরে ফেলেছেন। এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। হামলার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন।
গজনি হাসপাতালের প্রধান জানান, এখন পর্যন্ত সেখানে ২৬ জনের দেহ পাওয়া গেছে। জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে ১৭ জনকে। তাদের সবাই নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এর আগে গত মঙ্গলবার আফগানিস্তানের বামিয়ান শহরে জোড়া বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বামিয়ান শহরে বেশিরভাগই শিয়া হাজারা মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। ওই হামলায় শিশুসহ ১৫ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া, দুই ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।
লাস্টনিউজবিডি/সাজু
সর্বশেষ সংবাদ
- লাগাতার অবস্থান কর্মসূচি কাদের মির্জার
- ভারতের কাছে টিকা চেয়েছে ৯২ দেশ
- ওয়েস্ট ইন্ডিজের ২৬২ বলের মধ্যে ১৭৪টিই ছিল ডট
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা
- চসিক নির্বাচন: কাল ইশতেহার ঘোষণা করবেন দুই প্রার্থী
- ২০৪১ সালের আগেই দেশ ‘সোনার বাংলা’ হবে: তথ্যমন্ত্রী
- সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩
- শ্রীবরদীতে যুবলীগের নির্বাচনী সভা
- পাঁচ মাসে ৩১ বার করোনা পজিটিভ
Comments are closed