করোনায় কেড়ে নিলো আরও ২৯ প্রাণ, শনাক্ত ১৭৮৮

লাস্টনিউজবিডি, ২৯ নভেম্বর: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬০৯ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন।
এছাড়া, গত এক দিনে আরও ২ হাজার ২৮৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন হয়েছে।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed