প্রায় দুই বছর দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৪ তরুণী

লাস্টনিউজবিডি, ২৯ নভেম্বর: ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণীকে ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। দেশে ফেরার আগে তারা প্রায় দুই বছর ভারতের গোয়ায় একটি এনজিও সংস্থার শেল্টারে ছিলো।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের বেনাপোল থেকে গ্রহণকারী যশোর রাইটস’র তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জামান।
ফেরত আসা তরুণীরা হলেন: নারায়ণগঞ্জ জেলার আব্দুল কালামের মেয়ে সোনিয়া আক্তার, নড়াইল জেলার সারেজান কাজীর মেয়ে আছমা আক্তার, ফরিদপুর জেলার আজিজুল হক মাতব্বরের মেয়ে লিজা আক্তার ও ঢাকার আব্দুল রাজ্জাকের মেয়ে জেসমিন আক্তার।
তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের প্রলোভনে পরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হন। পরে তারা ভারতের গোয়া পুলিশের হাতে আটক হন। পরবর্তীকালে অনলাইন ‘রহিত জিন্দেগী’ নামে ভারতের গোয়ার একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে দুই বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাদের ট্রাভেল পারমিটে দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার ও যশোর রাইটস নামে দুটি এনজিও সংস্থা তাদের গ্রহন করে। পরবর্তীকালে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed