কলাপাতা ব্যবহারে যে শক্তি বাড়ে

লাস্টনিউজবিডি, ২৯ নভেম্বর: খাবারের পাত্র হিসেবে কলাপাতার বেশি ব্যবহার হয়। অনেকে আবার রান্নার মাধ্যম হিসেবেও ব্যবহার করেন। তবে এই কলাপাতাই আপনার ত্বক ও চুলের ক্ষেত্রে দারুণ উপকারী। এছাড়াও কলাপাতার আছে বিশেষ শক্তি, যা জানলে অবাক হবেন।
কলাপাতা ব্যবহার করলে পাবেন যে উপকার
সবুজ কলাপাতার আস্তরণ শরীরকে ক্ষতিকারক UV রশ্মি থেকে বাঁচায়। এর স্নিগ্ধতা শরীরের প্রতিটি কোষকে আরাম দেয়।
কলাপাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা স্কিন ড্যামেজকে আটকে দেয়। অকালে পড়া ত্বকে ভাঁজ আটকাতে সাহায্য করে কলাপাতার ফেসপ্যাক।
অ্যালানটয়েন নামে এক যৌগ থাকে কলাপাতার মধ্যে। এর ফলে প্রাণী শরীরে নাইট্রোজেন মেটাবলিজম তৈরি হয়। তা ত্বকের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়।
চুলের খুশকি সমস্যার সমাধানেও কলা পাতার জুড়ি মেলা ভার। এতে চুলের গোড়ার চুলকানি ভাবও কমে যায়। কলাপাতা পিষে মাথায় ব্যবহার করলে মাথাও ঠাণ্ডা হয়। এতে চিন্তা শক্তি বাড়ে। নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায়। যাদের ঘুমের সমস্যা রয়েছে, তারাও কলাপাতা ব্যবহার করে উপকার পাবেন।
ত্বকের ট্যান কমাতে সক্ষম কলাপাতার ফেসপ্যাক। এতে ক্ষত সারানোর ক্ষমতাও রয়েছে। এগজিমার মতো চর্মরোগও সারায় এই পাতা।
সূত্র: সংবাদ প্রতিদিন
সর্বশেষ সংবাদ
- আরও কিছুদিন থাকতে পারে ঘন কুয়াশা
- ডোমারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- ভারত বিরোধিতা কিছু রাজনৈতিক দলের মূল এজেন্ডা: তথ্যমন্ত্রী
- সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে চাকরি
- দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ
লাস্টনিউজবিডি/আখি
Comments are closed