মেকেলে ‘সম্পূর্ণ দখলে’ নেয়ার দাবি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর

লাস্টনিউজবিডি, ২৯ নভেম্বর: ইথিওপিয়ার উত্তর টিগ্রের আঞ্চলিক রাজধানী মেকেলে দেশটির সরকারি বাহিনী ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ নিয়েছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রী আবিই আহমেদ। খবর বিবিসির।
‘টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট’ (টিপিএলএফ) এর বিরুদ্ধে আগ্রাসনের ব্যাপকতা বাড়ানোর পর কিছুদিন আগে মেকেলে অঞ্চল দখল করে সেনাবাহিনী।
তবে টিপিএলএফ এর এক নেতা জানিয়েছেন, তারা শেষ পর্যন্ত আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করতে চায়। সরকারি বাহিনীর ‘নৃশংসতা’র কারণে ‘শেষ পর্যন্ত যুদ্ধ’ করাটাকেই তারা একমাত্র সমাধান মনে করছেন।
সাম্প্রতিক এই সংঘর্ষে শত শত মানুষ মারা গেছে এবং কয়েক হাজার মানুষ ঘড়ছাড়া হয়েছেন।
আঞ্চলিক দল টিপিএলএফে’র বিরুদ্ধে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আগ্রাসনের ঘোষণা দিলে এই মাসের শুরুতে সংঘাতের শুরু হয়।
টুইটারে এক বিবৃতিতে আবিই লিখেছেন, টিগ্রে শহরের রাজধানী মেকেলে সেনাবাহিনী পুরো নিয়ন্ত্রণে নিয়েছে।
তিনি বলেন, ‘আমি জানাতে পেরে আনন্দিত যে আমাদের কাজ সম্পন্ন হয়েছে এবং টিগ্রে অঞ্চলের সেনা অভিযান স্থগিত হয়েছে।’
আবিই জানিয়েছেন, সেনাবাহিনী টিপিএলএফ’র হাতে আটক হওয়া কয়েক হাজার সেনাকে ছেড়ে দেয়া হয়েছে এবং ‘বেসমারিক নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে’ অভিযান চালানো হয়েছে।
সূত্র: ইউএনবি
সর্বশেষ সংবাদ
- টিকা দেওয়া শুরু ২৭ জানুয়ারি
- এসবিএসি ব্যাংকে ১৭ পদে চাকরির সুযোগ
- ভ্যাকসিন নিরাপদ ভয় পাবেন না: মোদি
- করোনাসহ ১০ পরীক্ষার মূল্য নির্ধারণ
- রোববার আধাবেলা হরতাল
লাস্টনিউজবিডি/আখি
Comments are closed