যে রক্তের গ্রুপে করোনার ঝুঁকি কম

লাস্টনিউজবিডি, ২৯ নভেম্বর: করোনায় যখন পুরো বিশ্ব লণ্ডভণ্ড। ঠিক তখনই কানাডার বিজ্ঞানীরা জানিয়েছেন, যাদের রক্তের গ্রুপ ‘ও’ কিংবা আরএইচ নেগেটিভ তাদের করোনা ঝুঁকি অন্য রক্তের গ্রুপধারী মানুষের চেয়েও কম।
কানাডার ২ লাখ ২৫ হাজার ৫৫৬ জন মানুষের রিপোর্ট যাছাই বাছাই করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা।
রক্তের গ্রুপ ‘ও’ কিংবা আরএইচ নেগেটিভ এমন ব্যক্তিদের অন্যদের চেয়ে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি ১২ ভাগ কম। ‘এ’, ‘এবি’ কিংবা ‘বি’ রক্তের গ্রুপধারীদের চেয়ে এসব ব্যক্তির তীব্র মাত্রায় করোনা সংক্রমণ বা মৃত্যুর ঝুঁকি ১৩ ভাগ কম।
গবেষকদের ধারণা, এসব ব্যক্তিদের শরীরে হয়তো এমন অ্যান্টিবডি তৈরি হয় যা নতুন করোনাভাইরাসকে চিনে ফেলে।
২৪ নভেম্বর অ্যানাল্স অব ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে এমন তথ্য জানিয়েছেন গবেষকরা। যে কোনো নেগেটিভ রক্তের গ্রুপধারী ব্যক্তির প্রতিরক্ষা শক্তি বেশি, বিশেষ করে ‘ও’ নেগেটিভ রক্তের গ্রুপধারী ব্যক্তিদের।সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গবেষণা প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন
লাস্টনিউজবিডি/ এসএমএ
Comments are closed