ভেঙে গেলো শবনম ফারিয়ার সংসার

লাস্টনিউজবিডি, ২৮ নভেম্বর: শোভিজ জগত বলতেই যেন সংসার ভাঙ্গার মহড়া। এবার মাত্র এক বছর নয় মাসের মাথায় সংসারের ইতি টানলেন শবনম ফারিয়া। শুক্রবার হারুন অর রশীদ অপুর সঙ্গে শবনম ফারিয়ার বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্য হয়।
বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন শবনম ফারিয়া নিজেই।
২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অপু। কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতেই সম্পর্ক শিথিল হতে শুরু করে তাদের। শুরু হয় আলাদা থাকা।
এক বছর নয় মাসের মাথায় এসে আলাদা থাকাটাকে আনুষ্ঠানিকভাবে স্থায়ী করে নিলেন।
শনবম ফারিয়া ও অপুর মধ্যে পরিচয় হয় ২০১৫ সালে। সেটা ফেসবুকের মাধ্যমে। পরে ভালো বন্ধুত্ব এবং প্রেম। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটিবদল হয় তাদের। পরের বছর হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
বিচ্ছেদের কারণ হিসেবে শবনম ফারিয়া বলেন, ‘ভালোবেসে বিয়ে করলেও আমাদের আর একসঙ্গে থাকা সম্ভব হলো না। তাই উভয় ভালো থাকার জন্যই আলাদা হয়ে গেলাম। আমাদের কারও প্রতি কোন অভিযোগ নেই। শুধু উভয় ভালো থাকার জন্যই এ সিদ্ধান্ত।’
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
- পাকিস্তানের বিমান জব্দ করল মালয়েশিয়া
- এবার করোনা শনাক্ত আইসক্রিমে
- নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ
- এ নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নিতে হবে: মির্জা কাদের
- হবিগঞ্জের দুই পৌরসভায় জয়ী বিএনপি, একটিতে জামানত হারাচ্ছে আ. লীগ প্রার্থী
- পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
Comments are closed