বিয়ের আসরে বরকে একে-৪৭ উপহার! (ভিডিও)

লাস্টনিউজবিডি, ২৮ নভেম্বর: বিয়ে বলতেই যেন সবার মাঝে ভিন্ন রকম এক আমেজ। আর এই আমেজে আসে নানারকম উপহার। স্বামী স্ত্রীকে এবং স্ত্রী দেয় স্বামীকে। বিয়ে যেন এক আনন্দবার্তা জানান দেয় পরিবারের মাঝে। উপহারের সমারোহ যেন বেজে উঠে সব জায়গায়। স্বর্ণালঙ্কার, হীরের গয়না, দামি গাড়ি, ফ্ল্যাট কত কিছুই না উপহার পান তারা। কিন্তু উপহারের তালিকায় কখনো কি রাইফেল উপহার পাওয়ার কথা শুনেছেন?
শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পাকিস্তানে। সম্প্রতি বিয়েতে রাইফেল উপহার দেওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ভিডিওটি পাকিস্তানের। তবে সেটি ঠিক কোন জায়গার বা ওই নবদম্পতির পরিচয় কিছুই জানা যায়নি।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় নেটিজেনরা অনেকেই অবাক হন। কেউ আবার মজাও করেন। তবে অধিকাংশই কিন্তু এই ঘটনাটির সমালোচনাও করেছেন।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক মহিলা বরের হাতে তুলে দিলেন একে–৪৭ রাইফেল। তবে গোটা বিষয়টিতে বর বা কনে, কেউই অবাক হননি। একে-৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেওয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করেন ওই মহিলা। যাতে অনেকেই ধারণা করেন, ওই মহিলা নবদম্পতির পূর্ব পরিচিত কিংবা অতিথি। যদিও তারও পরিচয় জানা যায়নি।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed