নববধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

লাস্টনিউজবিডি, ২৮ নভেম্বর: মাত্র ১১ মাস আগে বিয়ে হওয়া নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্বামীর বিরুদ্ধে। নিহত স্ত্রীর নাম সুরভী। এ ঘটনার পর থেকে তার স্বামী মো. ইউসুফ আল কাইফ (৩৫) পলাতক রয়েছেন। তিনি উপজেলার ইটনা গ্রামের আবদুল মাজেদ মিয়ার ছেলে।
শুক্রবার রাতে উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন প্রেম করার পর ১ জানুয়ারি ইউসুফ আল কাইফ সুরভীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুক দাবিতে সুরভীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন ইউসুফ।
শুক্রবার রাতে উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের ইউসুফের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে নববধূর লাশ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ। এসময় ইউসুফসহ বাড়ির লোকজন পলাতক ছিলেন।
নিহতের মা ফরিদা বেগমের অভিযোগ, যৌতুকের জন্য সুরভীকে তার স্বামী ইউসুফ আল কাইফ পরিকল্পিতভাবে হত্যা করেছে। বিয়ের পর থেকে একাধিকবার তার মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যা করতে চেয়েছিল জামাতা ইউসুফ।
এসব ঘটনা এর আগে পারিবারিকভাবে আপোষ মীমাংসা করা হলেও যৌতুকলোভী ইউসুফের হাত থেকে রেহাই পাননি সুরভী।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল পাঠানো হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত গৃহবধূর স্বামীকে গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশের ধারণা, শ্বাসরোধ করে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed