দুবাইয়ে বাংলাদেশি নিহত

লাস্টনিউজবিডি, ২৮ নভেম্বর: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধা ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল গফুর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামের মৃত হাজি আব্দুল খালেক মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই হাজি আব্দুস ছাত্তার জানান, দুবাইয়ের বাসা থেকে চা খাওয়ার উদ্দেশ্যে রেস্তোরাঁর দিকে যাচ্ছিলেন আব্দুল গফুর। হঠাৎ একটি গাড়ি এসে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে।
এদিকে নিহত আব্দুল গফুরের মরদেহ দেশে নিয়ে আসার জন্য পরিবারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ ও চেষ্টা করছেন বলে জানান তার বেয়াই উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান।
সর্বশেষ সংবাদ
- পুরান ঢাকায় আগুন
- পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ
- বাঘের আক্রমণে নিহত ২, নিখোঁজ ১
- জুমার দিন কখন দোয়া কবুল হয়
- ৩০ লাখ টাকা আত্মসাত: চেয়ারম্যান বরখাস্ত
লাস্টনিউজবিডি/আখি
Comments are closed