করোনা: ভ্যাকসিন নেব না, এটা আমার অধিকার: ব্রাজিলের প্রেসিডেন্ট

লাস্টনিউজবিডি, ২৭ নভেম্বর: পুরো বিশ্ব যখন করোনাতে কোণঠাসা হয়ে চেয়ে আছে ভ্যাকসিনের দিকে, ঠিক তখনই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলছেন উল্টো কথা। তিনি নাকি ভ্যাকসিন গ্রহণ করবেন না!
জাইর বলেন, ‘আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি এটা (ভ্যাকসিন) নেব না। এটা আমার অধিকার।’
সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের ভ্যাকসিন বিষয়ে আগেও কয়েকবার সন্দেহ প্রকাশ করেছেন জাইর বলসোনারো। নিজে ভ্যাকসিন নিতে অস্বীকার করার পাশাপাশি জাইর বারবার বলেছেন, বাজারে আসার পর নাগরিকদের তা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি করোনা ভ্যাকসিন গ্রহণ না করার কথা জানান।
এরও আগে, গত অক্টোবরে করোনার ভ্যাকসিন কেবল তার কুকুরের প্রয়োজন হবে বলে রসিকতা করেন জাইর বলসোনারো।
কেবল ভ্যাকসিন নয়, মাস্কের কার্যকারিতা নিয়েও সন্দেহ রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের। জাইরের বলেন, এখন পর্যন্ত ভাইরাস সংক্রমণ রুখতে মাস্ক কতটা কার্যকরী; তার খুব সামান্য প্রমাণই পাওয়া গেছে। এ কারণে তিনি মাস্ক পরতে চান না।
গত জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাইর বলসোনারো। সংক্রমণ থাকা অবস্থাতেই মাস্ক ছাড়া জনসম্মুখে আসেন তিনি। কোয়ারেন্টিন থেকে ফিরে এসে জাইর বলেন, ‘প্রতিদিন রোগে ভুগে বহু মানুষ মারা যান। করোনা তেমনই একটা রোগ। একে ভয় পাওয়ার কারণ নেই।’
লাস্টনিউজবিডি/ এসএমএ
Comments are closed