ঘুমন্ত মায়ের পাশ থেকে ১৫ দিন বয়সী নবজাতক চুরি

লাস্টনিউজবিডি, ২৭ নভেম্বর: সাতক্ষীরার সদর উপজেলায় মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় দিনেদুপুরে ১৫ দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে। চুরি যাওয়া নবজাতক সোহান হোসেন হাওয়ালখালি গ্রামের সোহাগ হোসেন ও ফাতেমা খাতুন দম্পত্তির সন্তান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাওয়ালখালি গ্রামে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘সন্ধ্যার পর ঘটনাটি আমরা জানতে পারি। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে মাঠে রয়েছে পুলিশ।’
তিনি বলেন, ‘আজ শুক্রবার বেলা ১২টা পর্যন্ত এখনো নবজাতকটিকে খুজে পাওয়া যায়নি। পুলিশ তৎপর হয়ে কাজ করছে। আশা করছি দ্রুতই রহস্য উদঘাটন ও নবজাতকটিকে খুঁজে বের করা হবে।’
নবজাতকের মা ফাতেমা খাতুন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘরের বারান্দায় মশারির নিচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখি ছেলে পাশে নেই। অনেক খোঁজাখুঁজি করেও এখনো খুঁজে পাইনি তাকে।’
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed