শীতের সকালে মায়াময় রোদ

রকিব হাসান নয়ন, জামালপুর: শীতের সকাল মায়াময় একটু মিষ্টি রোদের অপেক্ষায় থাকে সবাই। ভোরবেলার চারিদিকের অন্ধকারাচ্ছন্ন মুখরতা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের সাথে মেঘের লুকোচুরি খেলা।সকালে সবাই রোদের আদুরে উষ্ণ স্পর্শ প্রত্যাশা করে এ যেন এক মজার অনুভূতি।
অগ্রহায়ণের শুরুতেই হিমেল পরশ নিয়ে আসে হালকা শীত। সেই হিমেল পরশেই হাড় কাঁপুনি শীতে রূপ নেয়।
শীতের সকালে কুয়াশাচ্ছন্ন দৃশ্য দেখতেই সত্যিই মনোরম। অনেক সময় ঘন কুয়াশায় রাস্তা-ঘাট ঢেকে যায়। এ দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি বুঝি সাদা চাদর পরেছে। গ্রামের মানুষ শীতের ঠান্ডা পরিবেশকে একটু উৎসবে মনে করেন।

দেখা যায় বাড়িতে বাড়িতে আগুনের চারপাশে বসে শীত কমানোর চেষ্টা করা হয়। সকাল বেলা সূর্য উঠতেই ছেলে-বুড়ো মিলে রোদ পোহাতে বসে নানা গল্পে মেতে উঠে। শীতে রঙিন রঙিন গরম জামা কাপড়ের পাশাপাশি হরেক স্বাদের পিঠা-পুলি ও মিষ্টি খেজুর রস পাওয়া যায়। আর ভ্রমণ পিপাসুরা তাদের প্রত্যাশিত প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলো ঘুরতে শীতের সময়টাকে বেছে নেন।
কারণ এই সময়ে প্রকৃতি এক মায়াময় সাজে সেজে ওঠে। শীতকালে প্রকৃতি যেন এক অপার রূপের সাজিয়ে বসে প্রত্যন্ত গ্রাম থেকে আধুনিক শহর পর্যন্ত।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed