ছাত্রলীগ-যুবলীগের প্রতিহতের ডাকের মধ্যেই হাটহাজারীতে মামুনুল হক

লাস্টনিউজবিডি, ২৭ নভেম্বর: ছাত্রলীগ-যুবলীগের প্রতিহতের ঘোষণার মধ্যে দিয়েই হাটহাজারীতে আল আমিন সংস্থা আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখার জন্য হাটহাজারীতে গিয়ে পৌঁছেছেন তিনি।
আজ শুক্রবার(২৭ নভেম্বর) বিকেলে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আজিজুল হক বলেন, মাওলানা মামুনুল হক রাতেই চট্টগ্রামে এসে পৌঁছেছেন। বর্তমানে তিনি হাটহাজারীতে অবস্থান করেছেন। আজকে হাটহাজারীতে আল আমিন সংস্থা আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখবেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ ইস্যুতে ছাত্রলীগ-যুবলীগ প্রতিহতের ঘোষণা দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাত থেকে মামুনুল হকের চট্টগ্রামে আসা নিয়ে নানাধরনের গুঞ্জন তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকেও মামুনুলের অবস্থান নিয়ে সুষ্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামুনুল হক সাহেব এসেছেন কি না আমাদের জানা নেই। এটি যারা তাকে হাটহাজারীতে আনছেন, তারা জানবেন। তবে হাটহাজারীর পরিস্থিতি এখন শান্ত আছে।
হাটহাজারী উপজেলার পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আল আমিন সংস্থা নামে একটি সংগঠনের আয়োজনে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে শুক্রবার (২৭ নভেম্বর) প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মামুনুল হকের। সন্ধ্যায় এশার নামাজের পর তার বক্তব্য রাখার কথা প্রচার করেছে সংস্থাটি।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
- ডোমারে শিশুদের হামরোদেলা টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়
- ভ্যাকসিন নিয়ে সরকারের রোডম্যাপ নেই: ফখরুল
- মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন বশেমুরবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার
- সিনিয়র সচিব হলেন মোস্তফা কামাল
- সেনাবাহিনী-র্যাবের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ১
- সুনামগঞ্জ পৌর মেয়রসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Comments are closed