নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

লাস্টনিউজবিডি, ২৭ নভেম্বর: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা আলী যাকেরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার এক শোক বার্তায় তথ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নন্দিত অভিনেতা আলী যাকেরকে বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, তিনি ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, নির্দেশক, কলামিস্ট, নাট্য সংগঠক ও স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার।
তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয় ব্যক্তিত্ব আলী যাকের তার অভিনয় ও সৃজনশীল কর্মের মধ্য দিয়ে এদেশের অগণিত দর্শক-শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন ।
উল্লেখ্য, আলী যাকের আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হযেছিল ৭৬ বছর।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed