সপরিবারে করোনা আক্রান্ত বরকত উল্লাহ বুলু

লাস্টনিউজবিডি, ২৭ নভেম্বর: সপরিবারে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করোনা পরীক্ষায় বুলুসহ তার সহধর্মিণী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকান (সাবিত) পজিটিভ ধরা পড়েছে।
পরে তারা রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন। সেখানে বুলু পরিবার ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর অধীনে চিকিৎসাধীন।
যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রামবিষয়ক সহসাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই ভালো আছেন। বরকত উল্লাহ বুলু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed