বনানী কবরস্থানে হবে আলী যাকেরের দাফন

লাস্টনিউজবিডি, ২৭ নভেম্বর: আলী যাকেরের মরদেহ বেলা সাড়ে ১১টা নাগাদ নেওয়া হবে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। সেখানে জানানো হবে শেষ শ্রদ্ধা। এমনটাই জানিয়েছেন যাকের পরিবারের ঘনিষ্ঠজন অভিনেতা ফারুক আহমেদ।
সকাল সোয়া দশটার দিকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা দুটি সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। সাড়ে ১১টার দিকে মরদেহ নিয়ে যাবো মুক্তিযুদ্ধ জাদুঘরে। কারণ, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং জাদুঘরটির অন্যতম ট্রাস্টি। সেটাই তার অন্যতম প্রিয় স্থান। শেষ শ্রদ্ধা সেখানেই জানাতে চাই আমরা।’
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই চির নিদ্রায় শায়িত হবেন বরেণ্য এই সাংস্কৃতিক কর্মী।
শিল্পকলায় যার শুরু হয়েছিল বিখ্যাত ‘কবর’ নাটক দিয়ে, মঞ্চে। শুরুর ঠিকানায় আজ (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে করোনা যুদ্ধে হেরে গেলেন বহুমাত্রিক এই অভিনেতা ও মুক্তিযোদ্ধা। রেখে গেছেন তার অসংখ্য কর্ম ও সৃষ্টি।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed