তিনদিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল শুরু কাল

লাস্টনিউজবিডি, ২৬ নভেম্বর: বরিশালের চরমোনাই ময়দানে আগামীকাল শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক বার্ষিক মাহফিল। ৩০ নভেম্বর সকালের বয়ানের পর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল।
আগামীকাল শুক্রবার বাদ জুমা পীর সাহেব চরমোনাই-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে।
চরমোনাই’র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো লাখো ইসলামপ্রিয় জনতা, ভক্তবৃন্দ ও মুরিদদের জিকিরে মুখরিত হবে চরমোনাই ময়দান। চরমোনাই ময়দানের সবগুলো মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষে। প্রত্যেকটি মাঠই কানায় কানায় ভরে যায় মাহফিল শুরুর আগের দিনই।
তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন। এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। প্রেস বিজ্ঞপ্তি।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed