সাভারে শিশু ধর্ষণের অভিযোগ

লাস্টনিউজবিডি, ২৬ নভেম্বর: সাভারে সাড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে এক বৃদ্ধ রিকশাচালককে আটক করেছে পুলিশ।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার ভাড়া বাড়ি থেকে অভিযুক্ত সৈয়দ মিয়াকে (৬০) আটক করা হয়। তার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।
ধর্ষণের শিকার শিশুর মা জানান, হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন তারা। বুধবার সকালে কাজের উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়ে যান। এই সুযোগে প্রতিবেশী সৈয়দ মিয়া সন্ধ্যায় তার শিশু মেয়েকে টাকা দেয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষককে আটক রেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে আটক করে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সৈয়দকে আসামি করে সাভার মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং বিষয়টির তদন্ত চলছে।
সূত্র: ইউএনবি
সর্বশেষ সংবাদ
- নয় জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে স্টেন্ট বসানো সম্পন্ন
- কুয়াকাটা সৈকত থেকে কংক্রিটের ভাঙ্গা অংশ অপসারণ
- এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড
- এতিম কিশোরীকে ধর্ষণ করলেন মাদ্রাসা শিক্ষক
লাস্টনিউজবিডি/আখি
Comments are closed