রুহিয়া এলএসডিকে জমি দান করলেন এমপি রমেশ চন্দ্র

মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রতিনিধি: রুহিয়া খাদ্য গুদামের সাইলো স্থাপনের জন্য রুহিয়া এলএসডিকে ১১০ শতক জমি দান করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও- ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
আজ বুধবার সন্ধ্যায় রুহয়া এলএসডির প্যাডি সাইলো নির্মানের জন্য এ জমি দান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ সময় রমেশ চন্দ্র সেন এমপি বলেন, যেহেতু রুহিয়ায় প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয় তাই এই এলাকার কৃষক ও সাধারণ মানুষের জন্য এই সাইলো সুফল বয়ে আনবে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু জানান, দেশব্যাপী প্যাডি সাইলো নির্মানের অংশ হিসেবে রুহিয়া থানা এলএসডি-তে প্যাডি সাইলো নির্মানের জন্য বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম মেম্বার জনাব রমেশ চন্দ্র সেন এমপি অদ্য ২৫/১১/২০২০ইং তারিখে ১১০ শতক জমি খাদ্য অধিদপ্তরকে দান করেন ।
নির্মিতব্য প্যাডি সাইলোর কারণে এই অ লের কৃষক সমাজ ও সাধারন জনগনের মাঝে আনন্দের বন্যা বইছে।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed