রায়হান হত্যা: আরও ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

লাস্টনিউজবিডি, ২৫ নভেম্বর: সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় আরও তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আলোচিত এ ঘটনায় এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেনসহ চার পুলিশ সদস্যকে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
বরখাস্তকৃত তিন কর্মকর্তা হলেন: কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মিত্র, উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) কুতুব আলী। আলোচিত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তরের আগে এসআই আব্দুল বাতেন মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন।
চাঞ্চল্যকর এই মামলায় এ নিয়ে এসএমপির মোট আট পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত ও তিনজন প্রত্যাহার হলেন। এ পর্যন্ত এসআই আকবর হোসেনসহ গ্রেফতার করা হয়েছে চার পুলিশ সদস্যকে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে ওইদিন সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।
এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী।
লাস্টনিউজবিডি/সাজু
সর্বশেষ সংবাদ
- বুধবার রাজধানীতে যা যা বন্ধ
- বিয়ের পিঁড়িতে বসলেন ডিপজল
- বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিল ভারত
- করোনায় প্রতি সপ্তাহে মৃত্যু হতে পারে ১ লাখ মানুষের!
- নীলফামারীতে সড়ক উন্নয়নে ১ কোটি ১৯ লাখ টাকার চেক বিতরণ
- ১৭ মার্চ থেকে বাণিজ্য মেলা শুরু হচ্ছে না
- দুই ম্যাচ নিষিদ্ধ লিওনেল মেসি
- তাহিরপুরে কিশোরকে হত্যাচেষ্টা
Comments are closed