লটারির মাধ্যমে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: শিক্ষামন্ত্রী

লাস্টনিউজবিডি, ২৫ নভেম্বর: প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে সরকারি ও বেসরকারি স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ক্যাচমেন্ট এরিয়া (বিদ্যালয় সংলগ্ন এলাকা) ৪০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ করা হবে। ক্লাস্টারভিত্তিক ভর্তির ক্ষেত্রে লটারিতে পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে।
আজ বুধবার মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- আসাদের অসামান্য অবদান অনুপ্রেরণার উৎস: রাষ্ট্রপতি
- নজিরবিহীন নিরাপত্তায় আজ শপথ নেবেন জো বাইডেন
- করোনায় পৃথিবীর মায়া ছাড়লেন ২০ লাখ ৬৫ হাজার মানুষ
- বুধবার রাজধানীতে যা যা বন্ধ
- বিয়ের পিঁড়িতে বসলেন ডিপজল
লাস্টনিউজবিডি/আখি
Comments are closed