এমপি ফরিদুল হক খান দুলাল ধর্মপ্রতিমন্ত্রী হওয়া ইসলামপুরে আনন্দ মিছিল

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুর-২,ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মপ্রতিমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ইসলামপুর উপজেলা যুবলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় এ আনন্দ মিছিল আয়োজন করা হয়।
শহরে আনন্দ মিছিল শেষে উপজেলা বটতলা চত্তরে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহাদাৎ হোসেন স্বাধীন,আবু নাসের চৌধুরী চার্লেস, নূর ইসলাম নূর, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু, আক্রামুজ্জামান হিরু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজা আক্তার তানিয়া ও সাধারণ সম্পাদক রাশেদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহদপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, কৃষকলীগের সভাপতি তাছির উদ্দিন, শহর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান লাজু, আল-আমীন ছাত্রলীগ সভাপতি রকিব চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমূখ।
লাস্টনিউজবিডি/সাজু
Comments are closed