ডিবি’র অভিযানে ডাকাত-ছিনতাইকারীসহ গ্রেফতার ৫

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ প্রতিনিধি: রাজধানী ঢাকাসহ ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় সোমবার দিনে ও রাতে অভিযান চালিয়ে এক ডাকাত-চার মাদকাসক্ত ও ছিনতাইকারীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি’র এসআই আব্দুল জলিলের নেতৃত্বে একদল পুলিশ কোতোয়ালী নগরি রেলীর মোড় থেকে ১৪ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ পাপ্পুমিয়া (২৫), মোঃ কাজল (২২), সোহাগমিয়া (৩২), সিফুর রহমান টনি (৩৫)কে গ্রেফতার করে।
এ ছাড়াও ডিবি’র এস আই মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ডাকাতি মামলার পলাতক আসামী আলমগীর হাওলাদার (৩৫) কে ঢাকা খিলগাঁও থেকে গ্রেফতার করে।
মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গ্রেফকারকৃত আসামীদের আদালতের মাধ্যমে ময়মনসিংহের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
লাস্টনিউজবিডি/সাজু
সর্বশেষ সংবাদ
Comments are closed