বিয়ের আশ্বাসে নারীকে রাতভর ধর্ষণ!

লাস্টনিউজবিডি, ২৪ নভেম্বর: ভুয়া বর ও ঘটকের বিরুদ্ধে রাতভর বিয়ের আশ্বাসে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। লক্ষ্মীপুরের কমলনগরে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার(২৪ নভেম্বর) এ ঘটনায় অভিযুক্ত ভুয়া বর মো. সুমন (২৫) ও ঘটক দেওয়ান মো. ছগিরকে (৪৫) গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে থানায় মামলা করেন ভিকটিম।
জানা যায়, ঘটক পরিচয়ে বিয়ের আশ্বাস দিয়ে গত শনিবার রাতে ঘটনার শিকার নারীকে বাড়ি থেকে কৌশলে বের করে স্থানীয় পাটারীরহাট এলাকায় নিয়ে যায় ঘটক দেওয়ান। পরে ভূয়া পাত্র সুমনসহ রাতভর ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ভিকটিম এসে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় ধর্ষণের মামলা নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পাটারিরহাট এলাকার শামসুল হকের ছেলে ঘটক মো. ছগির ও একই এলাকার ছায়েদুল হকের ছেলে মো. সুমন।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
- পাকিস্তানের বিমান জব্দ করল মালয়েশিয়া
- এবার করোনা শনাক্ত আইসক্রিমে
- নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ
- এ নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নিতে হবে: মির্জা কাদের
- হবিগঞ্জের দুই পৌরসভায় জয়ী বিএনপি, একটিতে জামানত হারাচ্ছে আ. লীগ প্রার্থী
- পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
- পটুয়াখালীতে ব্রীজ ভেঙ্গে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু, আহত ০৪
Comments are closed