ঘুষ না দেওয়ায় প্রতিবন্ধী কার্ড কেড়ে নিলেন মহিলা মেম্বার!

লাস্টনিউজবিডি, ২৪ নভেম্বর: শেরপুরের শ্রীবরদীতে ইউপি সদস্য এক মানসিক প্রতিবন্ধী শিশুর কার্ড কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সিংগাবরনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের দিনমজুর আব্দুর রেজ্জাকের শিশু পুত্র মানসিক প্রতিবন্ধী সিয়াম (১১)-এর মা খালেদা বেগম এমন অভিযোগ তোলেন।
মঙ্গলবার(২৪ নভেম্বর) এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
খালেদা বেগম জানান, তার ছেলে সিয়াম মানসিক প্রতিবন্ধী। এমনকি ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। গত বছর ওই শিশুর জন্যে প্রতিবন্ধী ভাতার আবেদন করেন তারা। এ ব্যাপারে সহায়তার জন্যে সিংগাবরনা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার জাহানারা বেগম তার কাছ থেকে ১৫০০ টাকা নেন। এ বছর ওই শিশুর নামে প্রতিবন্ধী ভাতার কার্ড হয়।
সম্প্রতি ওই শিশুর পরিবার ব্যাংক থেকে বিগত দিনের প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন করেন। এ সময় সংরক্ষিত আসনের মহিলা সদস্য জাহানারা বেগম তাদের কাছ থেকে আরো পাঁচ হাজার টাকা দাবি করেন। তারা টাকা না দেওয়ায় তিনি তাদের হাত থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড নিয়ে যায়।
এ বিষয়ে মঙ্গলবার শিশুটির মা খালেদা বেগম উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন।
মহিলা মেম্বার জাহানারা বেগম বলেন, তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নাই। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বলেন, লিখিত অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরকার নাছিমা আক্তার বলেন, তারা আমার কাছে এসেছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed