ছেলেদের ইভটিজিং করেন সাবিলা নূর!

লাস্টনিউজবিডি, ২৪ নভেম্বর: গণমাধ্যমে প্রায় দেখা মিলে ইভটিজিং মামলার খবর। আর এই ইভটিজিং করেন সাধারণত ছেলেরা মেয়েদের। তবে, এবার দেখা মিলছে মেয়েরাই ইভটিজিং করছেন ছেলেদের। এমনকি জোর করে বিয়েও! বিয়ের জন্য ছেলেকে বাসায় দেখতে আসছে মেয়েপক্ষ! আবার ছেলেরা ম্যানেজ করছে সংসার, স্ত্রীরা করছে অফিস।
ঠিক এমনই একটি বিপরীত চিত্র নিয়ে নাটক নির্মাণ করেছেন রুবেল হাসান। ‘এক্সচেঞ্জ’ নামের এই নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। আর এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর।

মজার এই নাটকটি (২৩ নভেম্বর) বিকেল ৪টায় উন্মুক্ত হলো প্রযোজনাপ্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে।
যেখানে দেখা যায়, সাবিলা নূর তাঁর বন্ধুদের নিয়ে রাস্তায় উত্ত্যক্ত করছেন অপূর্বকে!
কাজটি প্রসঙ্গে সাবিলা নূরের অভিমত এমন, ‘ইভ টিজিংয়ের বিরুদ্ধে এই নাটকটি প্রতীকী প্রতিবাদের মতো। আমার বিশ্বাস, নাটকটি দেখার পর কোনো ছেলে বা পুরুষ কখনো আর কোনো মেয়েকে উত্ত্যক্ত বা টিজ করবে না। তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
কাজটি প্রসঙ্গে এর নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এটা মূলত ইভ টিজিংয়ের প্রতিবাদস্বরূপ নির্মাণ করেছি। ছেলেরা যেভাবে প্রতিনিয়ত মেয়েদের উত্ত্যক্ত করে, সেটি থেকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করেছি আমরা। চেয়েছি, ছেলেরা যেন মেয়েদের কষ্টটা অনুভব করতে পারে।’
নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।
লাস্টনিউজবিডি/ এসএমএ
সর্বশেষ সংবাদ
Comments are closed