ভিজিডি’র চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু’র জামিন নামঞ্জুর

মিজানুর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি: ভিজিডি’র চাল আত্মসাতের মামলায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু’র জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের বিচারক এনামুল হক এ নির্দেশ দেন।
এর আগে ভিজিডি কার্ডধারী সুবিধা বঞ্চিত ভুক্তভোগি এক নারীর পক্ষে তার ভাই দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মুন্না গত মঙ্গলবার চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু’র বিরুদ্ধে কার্ড জালিয়াতি করে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ দায়ের করেন আদালতে।
আদালতের বিচারক অভিযোগটি মামলা হিসেবে আমলে নিয়ে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ওই ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের বাসিন্দা রুবিনা খাতুনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে তার (রুবিনা) নামে একটি ভিজিডি কার্ড তৈরী করেন।
চেয়ারম্যান বাবু রুবিনার ভিজিডি কার্ডের বিপরিতে ২০১৯-২০ অর্থ বছরে বরাদ্দ হওয়া সরকারী চাল উত্তোলন করে তা আত্মসাত করেন। বিধবা রুবিনা এ ব্যাপারে কিছুই জানতেন না। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রুবিনা খাতুন স্থানীয় মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে গিয়ে জানতে পারেন তার নামে ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি কার্ড রয়েছে। সেই কার্ডে নিয়মিত চাল উত্তোলন হয়ে আসছে। তার কার্ড নম্বর ৫১।
সর্বশেষ সংবাদ
- কৃষক আন্দোলন: ভারতে ২০০ কৃষক গ্রেপ্তার
- চলতি মাসেই এইচএসসির ফল: শিক্ষামন্ত্রী
- বহিষ্কার বিএনপির পাঁচ নেতা
- হত্যার অভিযোগে দুজনের ফাঁসি
- সাংবাদিক শ্রেণিতে এবারও সেরা করদাতা হলেন যারা
লাস্টনিউজবিডি/আখি
Comments are closed