নিক’কে ছেড়ে কার ভালোবাসায় মগ্ন প্রিয়াংকা?

লাস্টনিউজবিডি, ২৪ নভেম্বর: নিক নয়, নতুন ভালোবাসায় মগ্ন হয়েছেন বলিউড ডিভা প্রিয়াংকা চোপড়া! সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে! কি অবাক লাগছে শুনে! চলুন তবে জেনে নেয়া যাক আসল বিষয়টি কী।
নিক জোনাসের সঙ্গে বর্তমানে লস এঞ্জেলসের বাড়িতেই রয়েছেন প্রিয়াংকা চোপড়া। আর সেখানেই নিক ছাড়াও রয়েছে প্রিয়াংকার প্রিয় পাত্র। তবে সেখানে এক নয়, উল্টো একাধিকের ভালোবাসায় মগ্ন রয়েছেন প্রিয়াংকা।
প্রিয়াংকা এবং নিকের সঙ্গে তাদের লস এঞ্জেলসের বাড়িতে রয়েছে সেলেব দম্পতির পোষ্যরা। পোষ্যদের নিয়েই আপাতত সময় কাটছে নিক-প্রিয়াংকা। আর নিক ছাড়া সেই পোষ্যদের ভালোবাসাতেই মগ্ন রয়েছেন প্রিয়াংকা।
অস্ট্রেলিয়ান শেপার্ড থেকে শুরু করে প্রয়াংকার প্রিয় পোষ্যদের তালিকায় রয়েছে আরো বেশ কয়েকটি নতুন নাম। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই একের পর এক ছবি শেয়ার করেনএই অভিনেত্রী।
করোনা আবহ কেটে গেলে প্রিয়াংকা চোপড়া ফের কবে ভারতে হাজির হবেন, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
সর্বশেষ সংবাদ
- বিয়ের পিঁড়িতে বসলেন ডিপজল
- বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিল ভারত
- করোনায় প্রতি সপ্তাহে মৃত্যু হতে পারে ১ লাখ মানুষের!
- নীলফামারীতে সড়ক উন্নয়নে ১ কোটি ১৯ লাখ টাকার চেক বিতরণ
- ১৭ মার্চ থেকে বাণিজ্য মেলা শুরু হচ্ছে না
লাস্টনিউজবিডি/আখি
Comments are closed