নাইজেরিয়ায় মসজিদে সন্ত্রাসীদের হামলা, নিহত ৫

লাস্টনিউজবিডি, ১৩ নভেম্বর: আফ্রিকার মহাদেশের নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে নামাজ চলাকালে বন্দুকধারী সন্ত্রাসীদের এক হামলায় পাঁচজন মুসল্লি নিহত হয়েছেন। এ সময় বন্দুকধারীরা আরো ৪০ জন মুসল্লিকে অপহরণ করে। খবর এএফপি’র।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মেদ সেহু জানান, মসজিদের ইমামের পেছনে নামাজের জন্য দাঁড়িয়েছিলেন ৩০ জন। ওই মুহূর্তে গুলি চালায় হামলাকারীরা। এ হামলা কারা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গবাদিপশু চোরেরা মোটরসাইকেলে এসে মুসলমানদের জামাতে গুলি চালায়। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল সেখানে। আর এই সুযোগ নিয়ে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলতাইন এএফপি’কে বলেন, ‘ইমাম খুৎবা দেয়ার সময় বন্দুকধারীরা ওই মসজিদে হামলা চালায় এবং তারা গুলি করে পাঁচ মুসল্লিকে হত্যা করার পর ইমামসহ ৩০ জনের বেশি লোককে অপহরণ করে।’
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চল হচ্ছে বিভিন্ন অপরাধী চক্রের একটি ঘাঁটি। সেখানে অপরাধীরা গ্রামবাসীর গবাদি পশু চুরি করে, তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে এবং মালামাল লুট করে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
লাস্টনিউজবিডি/সাজু
সর্বশেষ সংবাদ
Comments are closed