খালেদাকে আলোচনায় আসার আহ্বান হাসিনার
ঢাকা, ২ মে (লাস্ট নিউজ) : দাবি নিয়ে আলোচনায় বসতে বিরোধী দলের নেতার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঝালকাটি জেলা আওয়ামী লীগের তৃণমুলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানিয়ে বলেছেন, সংসদে বা সংসদের বাইরে যে কোন স্থানে বিরোধী দল দাবি নিয়ে আলোচনা করতে পারে। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানেই বসতে রাজি।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে সাভারে ভবন ধসের ঘটনায় উদ্ধার কাজ চলায় বিরোধী দলের ডাকা হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ আহবানে সাড়া দিয়ে বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া হরতাল প্রত্যাহার করে দীর্ঘ বিবৃতি দেন। বিবৃতিতে তিনি সরকার প্রধানের উদ্দেশ্যে তাদের দাবি মেনে নেয়ার আহবান জানিয়েছিলেন।
You must be logged in to post a comment Login