ঝালকাঠিতে বাই-সাইকেল, সেলাই মেশিনসহ ছাত্রী ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন বাসন্ডা ইউনিয়নে ২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ এর আওতায় স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিনসহ হতদরিদ্রদের মাঝে রিং স্লাব ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় বাসন্ডা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানিক ভাবে স্কুলছাত্রী ও দুস্থ মহিলাদের বাইসাইকেল, সেলাই মেশিন সহ হতদরিদ্রদের বিনামূল্যে রিং স্লাব ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জনগনের মাঝে ব্লিসিং পাউডার, সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার বাসন্ডা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ঝালকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার। ইউপি সচিব মোঃ সবুজ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিএসপি-৩ ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর মোঃ শুভ বিশ্বাস, পিআইও মোঃ মোজাম্মেল হক।
এমএ
You must be logged in to post a comment Login