চাঁদপুরে দুস্থ মানুষের পাশে ‘সরখাল ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যান সংস্থা’ - Lastnewsbd.com | Lastnewsbd.com
Monday, 17th August , 2020, 05:18 pm,BDST
Print Friendly, PDF & Email

চাঁদপুরে দুস্থ মানুষের পাশে ‘সরখাল ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যান সংস্থা’মো. সবুজ খান, লাস্টনিউজবিডি, ১৭ আগস্ট, চাঁদপুর প্রতিনিধি: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ বাংলাদেশেও ব্যপাক আকারে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের সরকার প্রথমে লকডাউন পলিসি এবং পরে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে কর্ম পরিচালন করার ঘোষণা দিয়েছেন। আর এতে কর্মহীন হয়ে পড়েছে দেশের প্রায় লক্ষাধিক মানুষ। চাকুরিহীন/কর্মহীন হয়ে পড়া মানুষদের বেশীর ভাগই পাড়ি জমিয়েছে মফস্বল এলাকায়।

এদিকে দেশের বিরাজমান পরিস্থিতিতে মফস্বল এলাকার ক্ষুদ্র থেকে মাঝারি আয়ের পরিবারে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট বহুগুনে বেড়ে গেছে। এমন ক্রান্তিলগ্ন সময়ে দেশের সংকটাপন্ন পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী থেকে সকল রাজনৈতিক-অরাজনৈতিক নেতা-কর্মীরা। এই দৌড়ে ছোট বড় সংগঠন কিংবা সংস্থার অবদানও কম নয়। তেমনিভাবে দেশের এই ক্রান্তিলগ্নে চাঁদপুরের ফরিদগঞ্জে বেশ কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলার “সরখাল ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যান সংস্থা”।

সংস্থাটি ইতিমধ্যে কয়েকটি পরিবারের পাশে দাড়িয়েছে এবং কয়েকটি লক্ষ্য বস্তু হাতে নিয়ে সমানে অগ্রসর হচ্ছে। যার মধ্যে পাঠাগারের মাধ্যমে সমাজে শিক্ষার বিস্তার করা, মক্তব ভিত্তিক ইসলামি প্রতিযোগিতার আয়োজন এবং সংস্থাটির নতুন অফিস উদ্ভোধন উপলক্ষ্যে ঐদিন সারাদিন ফ্রি চিকিৎসা সেবা এবং আরো অনেক সেবামূলক কাজ করার কথা জানিয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

সংস্থাটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আলী হাছান খান (মুন্না) বলেন আমি আনন্দিত যে, আমার এলাকার কিছু সচেতন যুব সমাজের তত্তাবধানে সমাজ সেবামূলক একটি অরাজনৈতিক সংগঠন গড়ে উঠেছে। “সরখাল ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থা” নামক এই সংগঠনটি সদস্যদের নিজস্ব অর্থে পরিচালিত, যা অত্যন্ত ব্যতিক্রম। সামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই ধরনের ব্যতিক্রম কিছুর জন্য আমি তাদের সবাইকে সাধুবাদ জানাই। আমি আরো আনন্দিত উক্ত সংগঠনের উপদেষ্টা হতে পেরে। উপদেষ্টা হিসেবে আমি তাদের সর্বাত্তক সহায়তা দেয়ার চেষ্টা করব- আশা রাখছি। সংগঠনের সবার প্রতি আমার শুভ কামনা রইলো।

“সহিংসা বিদ্বেষ ভুলে যাই, দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে এগিয়ে যাই কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই হোক আমাদের সংগঠনের প্রেরণা” পরিশেষে তিনি এই শ্লোগান দিয়ে তরুন সমাজ দেরকে এগিয়ে যেতে বলেন।

সংস্থাটির সভাপতি মো. ফয়সাল হাজী বলেন, আমরা অনেক ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে আমাদের সংস্থাটি গড়ে তুলেছি, যা একটি অরাজনৈতিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যার লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজে শিক্ষার প্রসার এবং অসহায়দের পাশে দাড়ানো, যার ধারাবাহিকতায় সংস্থাটির নামে যুক্ত করা হয় “পাঠাগার ও সমাজ কল্যান” আমরা সৈই লক্ষ্যে পাঠাগারের মাধ্যমে সমাজে শিক্ষার প্রসার করতে পারবো। এছাড়াও সমাজের কল্যানে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে ও রাখবে ইনশাআল্লাহ্। একটি সুন্দর সমাজ গঠন করাই হচ্চে আামাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমারা সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। আল্লাহর ইচ্ছায় এবং সকলের চেষ্টায় আমরা আমাদের সংস্থাটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো বলে তিনি ব্যাক্ত করেন। পরিশেষে তিনি সকলের সহযোগিতা ও সুস্থতা কামনা করেন।

সংস্থার সেক্রেটারি মো. হাচান মাহমুদ জানান, বিগত করোনাকালীন সময়ে আমরা সমাজের মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনা সচেতনতা মূলক তথ্য প্রচারনা ও লিফলেট বিতরন করি এবং করোনা মহামারীতে গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করি। তিনি আরও বলেন, আমাদের সংস্থার ভবিষ্যৎ পথ চলা আরো সুন্দর হোক, অবশেষে সংস্থার সকলের সুসাস্থ্য কামনা করি।

সংস্থাটির সাংগঠনিক সম্পাদক মো. সবুজ খান বলেন, আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। ‘শিক্ষা ও সেবা’ এই উদ্যোগ নিয়ে করোনাকালীন সময়ে কয়েকজন মেধাবী ও পরিশ্রমী তরুনের উদ্যোগে এই সংগঠনটি গঠন করা হয়, সংগঠনের শুরুতে করোনা সতর্কীকরণ লিফলেট বিতরন করা হয়।

‘আলহামদুলিল্লাহ্ আমরা কয়েকটা পরিবারের পাশে ইতিমধ্যে দাড়াতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ্’, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় তরুনরা সেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলুক, যার মাধ্যমে অসহায়দের মাঝে হাসি ফুটবে। তিনি সকলের সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, গত বুধবার সংস্থাটি তাদের সদস্যদের কন্ঠভোটে ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিচালনা কমিটিতে মো. মুন্না খান ও মো. হাসান মিজিকে যৌথভাবে উপদেষ্টা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ফয়সাল হাজী এবং সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ হাসান তালুকদার।

এছাড়া সংস্থার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. হাছান মাহমুদ এবং সহ সেক্রেটারি হয়েছেন মো. এমরান মজুমদার। কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সবুজ খান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন। এতে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রুবেল এবং সহ-অর্থ সম্পাদক হয়েছেন মো. মাহবুব তালুকদার। কমিটিতে প্রচার সম্পাদক মোঃ রিয়াদ হাজী এবং সহ-প্রচার সম্পাদক মো. ফাহাদ হাজী।

লাস্টনিউজবিডি/হাসান

Print Friendly, PDF & Email

You must be logged in to post a comment Login

youtube
app
পেপার কর্ণার
Lastnewsbd.com
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন >

অ্যালার্জি আছে এমন কারো করোনা টিকা নেওয়া উচিত নয় বলেছেন ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ। আপনি কি এর সাথে একমত?

View Results

Loading ... Loading ...
আর্কাইভ
মতামত
নরেন্দ্র মোদির ঢাকা সফর ও আমাদের নতুন উপলব্ধি
।।শ্যামল দত্ত।ভারতের আনন্দবাজার পত্রিকার সাংবাদিক...
বিস্তারিত
সাক্ষাৎকার
সফল হওয়ার গল্প, সাফল্যের পথ
।।আলীমুজ্জামান হারুন।। ১৯৮১ সালে যখন নিটল মটরসের য...
বিস্তারিত
জেলার খবর
Rangpur

  রংপুরের খবর

 • ছেলে সন্তান হওয়ায় হত্যা!
 • সুন্দরীদের সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেইল
 • মেয়েকে গলা কেটে হত্যা

অ্যালার্জি আছে এমন কারো করোনা টিকা নেওয়া উচিত নয় বলেছেন ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ। আপনি কি এর সাথে একমত?

 • হ্যা (59%, ৪৪ Votes)
 • না (27%, ২০ Votes)
 • মতামত নাই (14%, ১০ Votes)

Total Voters: ৭৪

Start Date: ডিসেম্বর ৯, ২০২০ @ ৮:২১ অপরাহ্ন
End Date: No Expiry

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি মনে করেন আসন্ন ‘বড় দিন’ মহামারির জন্য বড় চ্যালেঞ্জ। আপনি কি তার এই মন্তব্যকে যথাযোগ্য মনে করেন?

 • হ্যা (0%, ০ Votes)
 • না (0%, ০ Votes)
 • মতামত নাই (100%, ০ Votes)

Total Voters:

Start Date: ডিসেম্বর ৮, ২০২০ @ ২:০৩ অপরাহ্ন
End Date: No Expiry

জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, নাক দিয়েও মস্তিস্কে করোনা হানা দেয়। আপনি কি মনে করেন মস্তিস্কে করোনার আক্রমণ রক্ষার্থে মাস্ক ই যথেষ্ট?

 • হ্যা (75%, ৬ Votes)
 • না (13%, ১ Votes)
 • মতামত নাই (12%, ১ Votes)

Total Voters:

Start Date: ডিসেম্বর ২, ২০২০ @ ৩:১৯ অপরাহ্ন
End Date: No Expiry

মডার্নার, ফাইজারের করোনা ভাইরাসের টিকার মধ্যে মডার্নার টিকার উপর কি আপনার আস্থা বেশি ?

 • মতামত নাই (100%, ১ Votes)
 • হ্যা (0%, ০ Votes)
 • না (0%, ০ Votes)

Total Voters:

Start Date: ডিসেম্বর ২, ২০২০ @ ৯:১৯ পূর্বাহ্ন
End Date: No Expiry

মার্কিন টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার দাবি করেছেন অত্যধিক ঝুঁকিপূর্ণ রোগীর ওপর এ টিকা ১০০ শতাংশ কাজ করেছে। আপনি কি শতভাগ ফলপ্রসু মনে করেন?

 • হ্যা (100%, ১ Votes)
 • না (0%, ০ Votes)
 • মতামত নাই (0%, ০ Votes)

Total Voters:

Start Date: ডিসেম্বর ১, ২০২০ @ ১২:৫১ অপরাহ্ন
End Date: No Expiry

 Page ১ of ২  ১  ২  »