করোনার দিনে ঈদ

।।আলীমুজামান হারুন।।
বিশ্ব মুসলিমের সংযম ও সাধনার মাস পবিত্র রমজান শেষ হলো। আমাদের ঘরের দরজায় এখন খুশির ঈদ। সারা বিশ্বের মুসলমানদের প্রধান দু’টি বাৎসরিক উৎসব হলো দুই ঈদ। এর একটি হলো ঈদুল ফিতর, যা আজ আমাদের দরজায় দাঁড়িয়ে।
এর আগে, স্মরণাতীত কাল থেকেই আমাদের দেশে এবং সারা দুনিয়ায় ঈদ এসেছে আক্ষরিক অর্থেই খুশির বার্তা নিয়ে। ঈদের দিনের সূর্য ওঠার সাথে-সাথেই সারা দুনিয়ার মুসলিমরা মেতে উঠেছে পরম করুণাময় আল্লাহর কাছ থেকে পাওয়া এক অপার্থিব আনন্দের উৎসবে। এ আনন্দ ও খুশির স্বরূপ কেবল মুমিন মুসলিমই জানে। এ আনন্দ
ঈদের নামাজশেষে ঈদ্গাহ থেকে ফিরে এবাড়ি-ওবাড়ি বেড়ানোর, অতিথি আপ্যায়নের এবং পাশাপাশি গল্প, হাসি, আড্ডার আনন্দ।
এই তো আমাদের চিরকালের ঈদ ও ঈদের আনন্দ। কিন্তু এবার সে-আনন্দ কোথায়? করোনা নামের এক অদৃশ্য ঘাতক উন্মাদের মতো গ্রাস করেছে আমাদের চিরচেনা পৃথিবীকে। তার ভয়াল থাবা থেকে বাঁচতে কর্মচঞ্চল পৃথিবীর মানুষ অসহায়ের মতো আশ্রয় নিয়েছে আপন আপন গৃহকোণে। আর তাতে স্থবির হয়ে পড়েছে পুরো পৃথিবী। দুনিয়াজুড়ে এমন স্থবিরতা মানবজাতি এর আগে কখনও দেখেনি।
হানাদার করোনা ভাইরাসের প্রবল আক্রমণে সারা বিশ্বে এখন চলছে লকডাউন। এ লকডাউনের কবলে পড়ে বিশ্বের কোটি মানুষ এখন গৃহবন্দী। মুসলিম বিশ্বও এর বাইরে নয়। তাই তো পবিত্র মক্কা-মদিনায় পর্যন্ত এখনও কারফিউ চলছে। উমরাহ বন্ধ, হজ অনিশ্চিত।
ভাবতেই অবাক লাগছে, এ কেমন ঈদ, যেখানে দুই মিটার দূরে দূরে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন মুসল্লিরা। কিন্তু জামায়াতশেষে অন্যান্য বারের মতো হাসিমুখে মোসাফাহ বা হাত মেলানো নেই, কোলাকুলি নেই। কেবল নির্ধারিত দূরত্ব থেকে বিষণ্ণ মৃদু হাসি বিনিময়, তারপর মুসল্লীরা অনেকটা মাথা নিচু করে যে যার বাড়ির পথ ধরবেন।
করোনার দানবীয় থাবায় আমাদের স্বাভাবিক জীবন আজ ছিন্নভিন্ন হয়ে গেছে, হারিয়ে গেছে ঈদের আনন্দ। করোনার হানা এখনও থামেনি। কবে থামবে, তাও বলতে পারছে না কেউ।
মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি, এই আসমানি গজবের হাত থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহর রজ্জুকে শক্ত হাতে আঁকড়ে ধরা। বিজ্ঞান-প্রযুক্তি ও তথাকথিত সভ্যতার গর্বে অন্ধ হয়ে আমরা আল্লাহকে একরকম ভুলেই গিয়েছিলাম আর নিমজ্জিত হয়েছিলাম অনেক রকম অনাচার ও পাপকাজে। তারই শাস্তিস্বরূপ আল্লাহর তরফ থেকে নেমে এসেছে এই গজব। এই গজবের হাত থেকে রেহাই পেতে আসুন, পবিত্র ঈদের দিনে আল্লাহর কাছে ক্ষমা চাই আর তাঁর রাহমত কামনা করি। নিশ্চয়ই তিনি পরম করুণাময়, ক্ষমাশীল।
কাছের দূরের সবাইকে ঈদের সালাম ও শুভেচ্ছা। ঈদ মোবারক!
You must be logged in to post a comment Login